সিরাজগঞ্জে স্ত্রীকে এসিড নিক্ষেপ, স্বামী গ্রেপ্তার
সিরাজগঞ্জের বেলকুচিতে স্ত্রীকে এসিড নিক্ষেপ করার মামলায় স্বামীকে গ্রেপ্তার করেছে করেছে র্যাব। আজ সোমবার ভোরে টাঙ্গাইল জেলার কালিহাতী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম সাইফুল ইসলাম (২৮)। তার বাড়ি বেলকুচি উপজেলার দক্ষিণ বানিয়াগাঁতী গ্রামে।
আজ দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে র্যাব ১২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সাহাবুদ্দিন জানান, দুই বছর আগে সাইফুল ইসলাম দ্বিতীয় বিয়ে করে। বিয়ের পর থেকেই স্ত্রী সালমা বেগমকে (২৩) নিয়ে তার শ্বশুর বাড়িতেই থাকত সাইফুল। সংসারের বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই কলহ হতো। এর জের ধরে গত মঙ্গলবার রাতে ঘুমন্ত অবস্থায় সালমার শরীরে এসিড নিক্ষেপ করে সাইফুল পালিয়ে যায়। এ সময় সালমার চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বুধবার সকালে সালমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। এ ঘটনায় সালমার বাবা সোলায়মান সেখ বাদী হয়ে সাইফুল ইসলামকে আসামি করে থানায় মামলা করেন। সোমবার ভোরে টাঙ্গাইলের কালিহাতীতে অভিযান চালিয়ে সাইফুলকে গ্রেপ্তার করে র্যাব।