এমপি-বিচারপতির মৃত্যুতে মন্ত্রিসভায় শোক প্রস্তাব
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/01/02/photo-1483348716.jpg)
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি : সাইফুল ইসলাম কল্লোল, বাসস
সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটন এবং বিচারপতি ফজলুর রহমানের মৃত্যুতে শোক প্রস্তাব পাস করেছে মন্ত্রিসভা।
এ ছাড়া চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইনসহ তিনটি আইনের খসড়া প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
আজ সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম জানান, ১৯৫৯ সালের চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন আধুনিকায়নের যে প্রস্তাব নেওয়া হয়েছে, সেখানে বিভিন্ন অপরাধের শাস্তির মেয়াদ বাড়ানোর কথা বলা হয়েছে। এ ছাড়া সামরিক শাসন আমলে প্রণীত হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট আইন এবং বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন বাংলায় নতুন করে প্রণয়নের প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।