সবকিছুর মধ্যে একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড থাকতে হবে : আশরাফ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/01/17/photo-1484667183.jpg)
বাংলাদেশ শিল্প ও বিজ্ঞান গবেষণা পরিষদের এক সেমিনারের আজ মঙ্গলবার বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। ছবি : এনটিভি
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘দেশকে এগিয়ে নিতে হলে আমাদের একটা নতুন স্ট্যান্ডার্ড থাকতে হবে। আচরণ, চলাফেরা, কথাবার্তা এবং মেধার সবকিছুর মধ্যে একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড থাকতে হবে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ শিল্প ও বিজ্ঞান গবেষণা পরিষদের (বিসিএসআইআর) এক সেমিনারে সৈয়দ আশরাফ এসব কথা বলেন। ‘জীবনমান উন্নয়নে কেমিক্যাল মেট্রোলজি : ডেজিগনেটেড রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টসের প্রস্তুতি’ শিরোনামে সেমিনারটির আয়োজন করে সংগঠনটি।
অনুষ্ঠানে বিসিএসআইআরের চেয়ারম্যান ফারুক আহমেদের সভাপতিত্বে বিজ্ঞান ও প্রযুক্তি সচিব সিরাজুল হক খান, সভাপতি আবুল মাতলুব আহমেদ, আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন ও ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান কামরান বাকর প্রমুখ।