বিএনপি-জামায়াতের রাজনীতি জন্ডিসে আক্রান্ত : নৌমন্ত্রী
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি-জামায়াতের রাজনীতি এখন জন্ডিসে আক্রান্ত। তারা ক্যুজ হয়ে গেছে। এই কারণে তারা এখন এই দেশের মানুষ ও সরকারের ভালো দেখে না।
আজ বৃহস্পতিবার কুমিল্লায় আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০১৭ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নৌমন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, কর অঞ্চল কুমিল্লার কমিশনার ড. সামস উদ্দিন আহমেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নৌমন্ত্রী বলেন, ‘গতকাল নির্বাচন কমিশন (হবে কমিশন গঠনের জন্য সার্চ কমিটি) গঠন হয়েছে। সেই গঠন সম্পর্কে মির্জা ফখরুল (বিএনপি মহাসচিব) কী বললেন? উনারা হতাশ নয়, তবে ক্ষুব্ধ। মানে ভালো জিনিস উনারা দেখতে পারছেন না। এখন বিএনপি আর জামায়াতের রাজনীতি, এইটা কিন্তু এখন জন্ডিসে আক্রান্ত হয়ে গেছে। এই জন্ডিসে আক্রান্ত হওয়ার কারণে তারা কিন্তু আর এই দেশের মানুষেরও ভালো দেখে না, সরকারেরও ভালো দেখে না।’
শাজাহান খান বলেন, ‘আমাদের পরিষ্কার বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনায় রাষ্ট্র যদি পরিচালিত হয় এবং গণতান্ত্রিক, কোন গণতন্ত্র চাই আমরা? যেই গণতন্ত্র দেশকে ধ্বংস করে, মানুষকে হত্যা করে? যেই গণতন্ত্র পুড়িয়ে মানুষ মারে? সেই গণতন্ত্র বাংলার মানুষ চায় না। বাংলার মানুষ চায় উন্নয়নের জন্য গণতন্ত্র।’
নৌমন্ত্রী বলেন, ‘আল্লাহ তায়ালা সন্ত্রাস এবং ফ্যাসাদ সৃষ্টিকারীদের পছন্দ করেন না। এই কথা যদি সত্য হয়, কোরআনের বাণী যদি সত্য হয় তাহলে আমরা বাস্তবে দেখেছি, খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি-জামায়াত ২০ দল যেভাবে বাংলাদেশে এই সন্ত্রাস এবং ফ্যাসাদ সৃষ্টি করেছিল তাদের কর্মকাণ্ড আল্লাহ তায়ালা সফল করতে দেয়নি। তারা ব্যর্থ হয়েছে। আজকে ঘরে বসে গেছে। আজকে তারা আন্দোলন আন্দোলন করছে, কিন্তু আজকে আন্দোলন করতে পারছে না। কেন? ক্যুজর সাধ হয় চিত হয়ে শোয়ার কিন্তু সে চিত হয়ে শুতে পারে না। বিএনপি জামায়াত যতই চেষ্টা করুক তারা কিন্তু রাজনীতিতে ক্যুজ হয়ে গেছে। আর তারা চিত হয়ে শোয়ার সাধ পাবে না। আন্দোলন আন্দোলন বলতে পারবে, আন্দোলনে এই বাংলার মানুষ তাদের কথায় আর মাঠে নামবে না। এটাই বাস্তবতা।’