রাজধানী থেকে অপহৃত ২ ব্যক্তি যমুনার চরে উদ্ধার
জামালপুরের যমুনার চরাঞ্চলে অভিযান চালিয়ে রাজধানী থেকে অপহৃত দুই ব্যক্তিকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় অপহরণে জড়িত সন্দেহে পিস্তল, গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।
আজ শুক্রবার সকালে যমুনার দুর্গম চরাঞ্চলে অভিযান চালিয়ে গুলশান থেকে অপহৃত মো. রনি ও আবদুল্লাহ আল ফুয়াদকে উদ্ধার করা হয়।
এ সময় গ্রেপ্তার করা হয় সাজ্জাদ হোসেন, আনোয়ার হোসেন ও বাদল শেখকে।
সকালে এক সংবাদ সম্মেলনে র্যাব ১৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শরিফুল ইসলাম জানান, একটি শক্তিশালী চক্র নানা কায়দায় দেশের বিভিন্ন স্থান থেকে মানুষকে অপহরণ করছে। এরপর তাদের জামালপুরের দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার দুর্গম চরাঞ্চলে আটকে রেখে মুক্তিপণ আদায় করে আসছিল।
চক্রটি গত ৮ ফেব্রুয়ারি রাজধানীর গুলশানের সুইফ টেক্স সুলকান নামে একটি এসি মেরামতকারী প্রতিষ্ঠানের কর্মী রনি ও ফুয়াদকে এসি ঠিক করার কথা বলে জামালপুর নিয়ে যায়। তাদের দেওয়ানগঞ্জের দুর্গম চর ফুটানী বাজার এলাকায় আটকে রেখে প্রতিষ্ঠানের মালিকের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয় বলে জানান র্যাব কর্মকর্তা।
লেফটেন্যান্ট কর্নেল শরিফুল ইসলাম বলেন, পরে সুইফ টেক্সের ম্যানেজার ইয়াকুব আলী বিষয়টি র্যাবকে জানান। র্যাব ১৪-এর কোম্পানি কমান্ডার হায়াতুল ইসলাম খানের নেতৃত্বে একটি দল আজ ভোরে দেওয়ানগঞ্জ উপজেলার গুঠাইল চর থেকে অপহৃতদের উদ্ধার করে।
এ সময় একটি বিদেশি পিস্তল, পাঁচটি গুলি, পাঁচটি মুঠোফোন ও নগদ ১৬ হাজার ৪৫০ টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাব কর্মকর্তা। তিনি আরো জানান, তাঁদের বিরুদ্ধে জামালপুর ও গাইবান্ধার বিভিন্ন থানায় হত্যা, অপহরণ ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।