কুমিল্লা সিটি ও সুনামগঞ্জ-২ আসনে ভোট ৩০ মার্চ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/02/20/photo-1487586772.jpg)
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৩০ মার্চ। একই দিন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের উপনির্বাচনেরও ভোট গ্রহণ করা হবে।
আজ সোমবার সকালে নবগঠিত নির্বাচন কমিশনের নিয়মিত প্রথম বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা এসব তথ্য জানান।
গত ৫ ফেব্রুয়ারি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, প্রবীণ পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যু হয়। এর ফলে সুনামগঞ্জ-২ আসনটি শূন্য হয়।
নুরুল হুদা বলেন, সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২ মার্চ। মনোনয়নপত্র বাছাই হবে ৫ মার্চ ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৩ মার্চ। আর কুমিল্লা সিটি করপোরেশনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ মার্চ এবং বাছাই হবে ৫ ও ৬ মার্চ। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ১৪ মার্চের মধ্যে।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচন নিয়ে কোনো ধরনের অভিযোগ পাওয়া গেলে সে যেই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না।