নাচোলে চোর সন্দেহে গণপিটুনি, যুবকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ইজিবাইক চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার আমজোয়ান গ্রামে পিটুনির ঘটনা ঘটে।
ওই যুবকের নাম গুমানী (২৬)। তাঁর বাড়ি শিবগঞ্জ উপজেলার দাদনচক গ্রামে।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে আমজোয়ান গ্রামে একটি ইজিবাইকের তালা খোলার সময় স্থানীয়রা গুমানীকে আটক করে ব্যাপক মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গুমানি মারা যান।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাছির উদ্দিন জানান, গুমানী মানসিকপ্রতিবন্ধী ছিলেন বলে তাঁর স্বজনরা জানিয়েছেন। ময়নাতদন্তের জন্য লাশ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানান।