তিস্তা নিয়ে কী হবে বলা যাচ্ছে না : মন্ত্রী
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/03/05/photo-1488711139.jpg)
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে বহুল প্রতীক্ষিত তিস্তার পানি বণ্টন চুক্তি সই নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে মন্ত্রী এই মন্তব্য করেন। শুধু তিস্তা নয়, গঙ্গা ব্যারাজ ইস্যুটিও আলোচনায় প্রাধান্য পাবে মন্তব্য করে পানিসম্পদমন্ত্রী বলেন, পানিচুক্তি নিয়ে দুই দেশেই রাজনীতি হয়।
মন্ত্রী বলেন, ভারতের দুজন প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে এসে তিস্তাচুক্তির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করলেও সেই চুক্তি হয়নি। এপ্রিল মাসে প্রধানমন্ত্রীর ভারত সফরে আবারও তিস্তা চুক্তির সম্ভাব্যতার বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
‘পানি নিয়ে কথা কিন্তু চলছে। এখন পানি নিয়ে কী হবে…। আমি বিশ্বাস করি, দুজন মাননীয় প্রধানমন্ত্রী যেখানে কথা দিয়েছেন, সেটা থেকে তারা বিচ্যুত হবেন- আমি সেটা বিশ্বাস করি না। আমি আশাবাদী, তবে বর্তমানে কথা চলছে। আসলে কী হবে এখনো ঠিক সেটা বলা যাচ্ছে না।’
পানি নিয়ে গণমাধ্যমে সঠিক চিত্র তুলে ধরার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, পানিচুক্তি নিয়ে দুই দেশের রাজনীতি হয়। আজকে ভারতেও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলছেন, ফারাক্কার কারণেই সেখানে বন্যা দেখা দেয়। সেখানেও এটা নিয়ে কথাবর্তা হয়। এটা শুধু আমাদের দেশ বলে না, সব দেশেই হয়। সুতরাং এগুলো থেকে আমি আশা করবো, আমাদের আরো বাস্তববাদী হতে হবে।’
শুষ্ক মৌসুমে দেশের নদীগুলোর খনন কাজ শুরু হবে বলে জানান পানিসম্পদমন্ত্রী।