সীতাকুণ্ডের ‘জঙ্গি দম্পতি’ রিমান্ডে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/03/17/photo-1489771835.jpg)
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আমিরাবাদ এলাকা থেকে আটক ‘জঙ্গি দম্পতি’ জসীম উদ্দিন ও আর্জিনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য ১২ দিনের রিমান্ডে পেয়েছেন পুলিশ।
আজ শুক্রবার রাত সাড়ে ১০টায় চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক হোসেন মোহাম্মদ রেজা এ রিমান্ড মঞ্জুর করেন।
রাতে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুব মিল্কী এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বুধবার বিকেলে আমিরাবাদ এলাকার একটি বাড়ি থেকে জঙ্গি সন্দেহে জসীম ও আর্জিনাকে আটক করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যে পাশের প্রেমতলা এলাকার একটি ‘জঙ্গি আস্তানায়’ অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দীর্ঘ এ অভিযানে এক শিশুসহ চার ‘জঙ্গি’ নিহত হয়।
পুলিশ জানায়, গত ৪ মার্চ আমিরাবাদ এলাকার সাধন কুটির নামে বাড়িতে ভাড়া ওঠেন জসিম ও আর্জিনা। তাঁরা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দেন। ভাড়া নেওয়ার পর থেকে তাঁরা ঘরের দরজা-জানালা সব সময় বন্ধ রাখতেন।
এতে সন্দেহ হয় বাড়িওয়ালা সুভাষ চন্দ্র দাশ ও তাঁর স্ত্রী ছবি রানী দাশের। তাঁরা গত মঙ্গলবার ওই বাড়িতে যান টাইলসের মেরামত করার জন্য। এ সময় তাঁরা নিচতলায় বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী দেখেন। এতে তাঁদের আরো সন্দেহ হয়। তাঁরা জসিম ও তাঁর স্ত্রীর জাতীয় পরিচয়পত্র নিয়ে পরীক্ষা করে দেখেন এগুলো ভুয়া।
এরপর তাঁদের বাড়ি ছেড়ে চলে যেতে বলেন। এরপর তাঁরা ঘর বন্ধ করে রাখেন।
বাড়িওয়ালা সুভাষ চন্দ্র দাশ বলেন, ‘আমার স্ত্রী, বন্ধুবান্ধব, প্রতিবেশীদের নিয়ে আমরা তাঁদের চ্যালেঞ্জ করি। তাঁরা আমাদের প্রতিরোধ করার চেষ্টা করেন। আমরা তাঁদের ধরে ফেলি এবং পুলিশের কাছে সোপর্দ করি।’