থানচিতে অগ্নিকাণ্ড, পুড়েছে দোকানসহ ৩৬ ঘরবাড়ি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/03/27/photo-1490608397.jpg)
বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া বাজারে আগুন লেগে ৩৬টি ঘরবাড়ি ও দোকান পুড়ে গেছে। গতকাল রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, থানচির বলিপাড়া ইউনিয়নের বলিপাড়া বাজারে চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় ৩৬টি ঘরবাড়ি ও দোকানপাট পুড়ে ভস্মীভূত হয়। এ ছাড়া আগুনে পাশের আরো কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি হয়। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ সদস্যসহ স্থানীয় লোকজন দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতির পরিমাণ কোটি টাকা ছড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক হারুনুর রশীদ, থানচি উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যহ্লাচিং, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলমসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বলিপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়া অং বলেন, দোকানের পেছনের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ৩৬টি ঘরবাড়ি-ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যাওয়ার পাশাপাশি প্রায় ৫৫টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে।