আইএসের বেশে জামায়াত : নৌমন্ত্রী
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/04/01/photo-1491058038.jpg)
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘জঙ্গিরা মানুষ হত্যা করে, আইএসও মানুষ হত্যা করে। কিন্তু হত্যাকাণ্ডের চরিত্রটা ভিন্ন। আইএস গলা কেটে শিরশ্ছেদ করে অথবা গুলি করে মানুষ হত্যা করে। আর আমাদের দেশের জঙ্গিরা কুপিয়ে হত্যা করে। আমাদের দেশের জামায়াতিদের আক্রমণ ও হত্যাকাণ্ডের চরিত্র ১৯৭১ সাল, ২০১৩, ১৪ ও ১৫ সালে যেমন ছিল; এখনো তাই করছে। আইএসের নামে জামায়াত এবং উগ্রবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী সন্ত্রাস সৃষ্টি করছে।’
আজ শনিবার বিকেলে মোংলা বন্দরের দিগরাজ শিল্প এলাকায় পাঁচ একর জমির ওপর প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন মোংলা বন্দর পৌর ট্রাক টার্মিনাল, থ্রি স্টার হোটেল (ম্যানগ্রোভ ইন্টারন্যাশনাল) ও মাল্টিপারপাস শপ পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
দলীয় কোন্দলের কারণেই কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী প্রার্থী পরাজিত হয়েছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমরা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন দিতে পারি। এই নির্বাচনের পর বিএনপির গয়েশ্বর চন্দ্র রায় যা বলেছেন, যে নির্বাচন আনফেয়ার হয়েছে, কিন্তু ফলাফল ফেয়ার হয়েছে। এর অর্থটা কী আমি বুঝলাম না। যদি ফলাফল ফেয়ার হয়ে থাকে তাহলে নির্বাচনও ফেয়ার হয়েছে। তাদের আমাদের কোনো কাজের ভালো দিক বলার সৎসাহস ও মানসিকতা নেই। ফলাফল ও নির্বাচন ফেয়ার হয়েছে তা না হলে বিএনপি জিতল কী করে?’
বিএনপির প্রতি আহ্বান জানিয়ে শাজাহান খান বলেন, ‘আগামী নির্বাচনে আসুন, জনগণ যাদের ভোট দেয় তারাই ক্ষমতায় অধিষ্ঠিত হবে।’
পৌর ট্রাক টার্মিনাল পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান (সদস্য অর্থ) মোস্তফা কামাল, মোংলা পোর্ট পৌরসভার মেয়র মো. জুলফিকার আলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।