ঠাকুরগাঁও আইনজীবী সমিতিতে বিএনপি জয়ী
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/04/10/photo-1491810798.jpg)
ঠাকুরগাঁও আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে আব্দুল হালিম এবং সাধারণ সম্পাদক পদে জয়নাল আবেদীন নির্বাচিত হয়েছেন। ছবি : এনটিভি
ঠাকুরগাঁও আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল জয়লাভ করেছে।
এতে সভাপতি পদে আব্দুল হালিম এবং সাধারণ সম্পাদক পদে জয়নাল আবেদীন নির্বাচিত হয়েছেন।
গতকাল রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ হয়। পরে রাতে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে ভোটার ছিল ১৭২ জন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আব্দুল হামিদ।
অন্যান্য পদে যাঁরা নির্বাচিত হয়েছেন তাঁরা হলেন সহসভাপতি রফিজ উদ্দিন, মোবারক হোসেন, সহকারী সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল, লাইব্রেরি সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মাসুদা পারভীন, কমনরুম ও সাংস্কৃতিক সম্পাদক শাহজাহান কবীর।
এ ছাড়া সদস্য পদে নির্বাচিতরা হলেন- বিএনপি সমর্থিত সিরাজুল ইসলাম, নুরুল ইসলাম, ইয়াসমিন আরা মুক্তি এবং আওয়ামী লীগ সমর্থিত আব্দুস সোবাহান।