রং ছিটানোর অভিযোগে শিশুকে খুঁটিতে বেঁধে নির্যাতন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/04/15/photo-1492261437.jpg)
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় পয়লা বৈশাখে রং ছিটানোর অভিযোগে এক শিশুকে খুঁটিতে বেঁধে নির্যাতন করা হয়েছে।
গতকাল শুক্রবার সকালে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী বাজারে এ ঘটনা ঘটে।
নির্যাতনের ঘটনায় গতকাল রাতেই ওই শিশুর বাবা বাদী হয়ে ভুরুঙ্গামারী থানায় একটি মামলা করেছেন। মামলায় স্থানীয় ডেকোরেটর ব্যবসায়ী আলম ও তাঁর দুই সহযোগীকে আসামি করা হয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, পাটেশ্বরী বাজারে অন্য শিশুদের সঙ্গে পয়লা বৈশাখের আনন্দে রং নিয়ে খেলছিল ওই শিশুটি। একপর্যায়ে বাজারের ডেকোরেটর ব্যবসায়ী আলমের গায়ে রং লাগে। এ ঘটনায় আলম তাঁর সহযোগীদের নিয়ে শিশুটিকে দোকানে এনে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করেন।
শিশুটির বাবা বলেন, মামলা করার পর থেকেই তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। মামলা তুলে নিতে বিভিন্নভাবে চাপ দিচ্ছেন আসামিরা।
এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পণ্ডিত বলেন, শিশুটিকে খুঁটিতে বেঁধে নির্যাতনের ঘটনায় থানায় শিশু নির্যাতন আইনে একটি মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।