হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা : পানিসম্পদমন্ত্রী
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/04/23/photo-1492946957.jpg)
পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দুর্নীতির কোনো প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজ রোববার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
এ সময় পানিসম্পদমন্ত্রী জানান, ২৯ মার্চ থেকে পরবর্তী চারদিন পর্যন্ত সিলেটে বৃষ্টি হয়েছে ৪৫০ মিলিমিটার ও সুনামগঞ্জে ৫০০ মিলিমিটার। বৃষ্টি আর পাহাড়ি ঢলে আড়াই মিটার স্বাভাবিক উচ্চতার পানি বেড়ে হয়েছে ৮ দশমিক ১ মিটার।
ওই এলাকায় বাঁধ নির্মাণে অনিয়ম প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘দুর্নীতির ব্যাপারটা হচ্ছে, এই জিনিসটা আমরা খতিয়ে দেখছি। এখানে টাকা-পয়সার কোনো হেরফের হয়েছে কি না। আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, যদি দুর্নীতির প্রমাণ পাই তাহলে কঠোর ব্যবস্থা নেব।’ সেই সঙ্গে পরবর্তী সময়ে বাঁধ নির্মাণে উচ্চতার বিষয়টিও গুরুত্ব দেওয়া হবে বলে জানান পানিসম্পদমন্ত্রী।