পুড়ল আজকের জামালপুর পত্রিকার ছাপাখানা
জামালপুরের একটি স্থানীয় পত্রিকার ছাপাখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে শহরের স্টেশন রোড এলাকায় স্থানীয় দৈনিক ‘আজকের জামালপুর’পত্রিকার ছাপাখানা শিহাব অফসেট প্রেসে এই ঘটনা ঘটে।
জামালপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সিরাজুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে পুরো ছাপাখানায় তা ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে ছাপাখানার চারটি কম্পিউটার, একটি ল্যাপটপ, প্রিন্টার, প্রেস মেশিন, কাগজসহ অন্যান্য মালামাল পুড় যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘণ্টা চেষ্টা করে ভোর ৫টার দিকে আগুন নেভাতে সক্ষম হন।
আজকের জামালপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শুভ্র মেহেদীর দাবি, আগুনে তাঁদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
শিহাব অফসেট প্রেসে দৈনিক আজকের জামালপুর ছাড়াও স্থানীয় আরো ছয়টি পত্রিকা ছাপার কাজ হতো।