ভুয়া প্রকল্প নিয়ে ডিসিদের সতর্ক করলেন ত্রাণমন্ত্রী
টিআর-কাবিখার জন্য কোনো ভুয়া প্রকল্প যাতে অন্তর্ভুক্ত না হয় এ বিষয়ে জেলা প্রশাসকদের (ডিসি) সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
আজ মঙ্গলবার শুরু হওয়া তিনদিনব্যাপী ডিসিদের সম্মেলনের প্রথম দিনের কর্ম-অধিবেশনে ত্রাণমন্ত্রী একথা বলেন।
সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলনকক্ষে চলা এ সম্মেলনে ডিসিদের সঙ্গে মতবিনিময় করেন ত্রাণমন্ত্রী। সম্মেলনের কর্ম-অধিবেশন থেকে বেরিয়ে মায়া বলেন, ‘জেলা প্রশাসকরা মাঠপর্যায়ে টিআর-কাবিখা ও সরকারের বিভিন্ন বরাদ্দ নিয়ে যেসব সমস্যার সম্মুখীন হন, তা তুলে ধরেছেন। এরপরও মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি কিছু নির্দেশনা তুলে ধরেছি।’
মন্ত্রী বলেন, ‘গ্রামপর্যায়ে সরকারি সোলার প্যানেলগুলো সঠিকভাবে স্থাপন করা হচ্ছে কি না, সে বিষয়ে যত্নবান হওয়ার জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।’
ত্রাণমন্ত্রী আরো বলেন, ‘স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধিরা টিআর-কাবিখা ও জিআর বরাদ্দের জন্য যেসব প্রকল্প দেন, তার সঠিকতা ও যথার্থতা যাচাই-বাছাই করে মন্ত্রণালয়ে পাঠানোর জন্য বলা হয়েছে। বরাদ্দের পর প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়ন ও এগুলোর আদো অস্তিত্ব আছে কি না তা পুনরায় যাচাই-বাছাই করার জন্য বলা হয়েছে।’