অ্যাটকোর সভাপতির মুক্তির দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/02/08/photo-1423405764.jpg)
এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলীর মুক্তির দাবিতে আজ রোববার কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে জেলা স্যাটেলাইট টেলিভিশন দর্শক ফোরাম। ছবি : এনটিভি
এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর মুক্তির দাবিতে মানববন্ধন করেছে কুড়িগ্রাম স্যাটেলাইট টেলিভিশন দর্শক ফোরাম।
আজ রোববার বেলা ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব নিলু, দৈনিক জাগো বাহের সম্পাদক রেজাউল করিম রেজা, দর্শক ফোরামের সভাপতি অধ্যাপক রুহুল আমিন, সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ সাংবাদিক ও বিভিন্ন পেশার নেতারা।