জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
জামালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।
গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে মেলান্দহ উপজেলায় অটোরিকশার ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
উপজেলার জামালপুর-মেলান্দহ সড়কের চরপলিশা এলাকায় অটোরিকশার ধাক্কায় মোজাম্মেল হোসেন নামের ওই ব্যক্তি নিহত হন।
মোজাম্মেলের বাড়ি মেলান্দহের চরপলিশা গ্রামে।
একই সময়ে জামালপুর সদর উপজেলার বাইপাস রোডে ট্রাকের ধাক্কায় সুজন নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন।
সুজনের বাড়ি মেলান্দহ উপজেলার শিহাটা গ্রামে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।