গানের ক্যাসেট নিয়ে হত্যা, একজনকে মৃত্যুদণ্ড
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2018/07/19/photo-1532014602.jpg)
জামালপুর সদর উপজেলার কেন্দুয়া কালিবাড়ী ইউনিয়নের আজহার আলীকে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে জামালপুরের অতিরিক্ত দায়রা জজ এস এম জিল্লুর রহমান এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামির নাম শফিকুল ইসলাম। যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন সুমন মিয়া, জিন্নাহ ও আবু সামার।
মামলার অতিরিক্ত রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কাসেম তারা জানান, কেন্দুয়া কালিবাড়ী ইউনিয়নের গোপালপুর গ্রামে একটি হিন্দি গানের অডিও ক্যাসেট নিয়ে বিরোধের জেরে আসামিরা ২০০২ সালের ২০ নভেম্বর একই গ্রামের আজহার আলীকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করেন। এই ঘটনায় নিহতের ভাই শাহজাহান আলী জামালপুর থানায় একটি হত্যা মামলা করেন।
এরপর সব তদন্ত ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এই রায় দেন।