‘প্রচারণা ও শান্তিপূর্ণ সভা-সমাবেশে সবার সুযোগ থাকা উচিত’
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2018/12/22/photo-1545491589.jpg)
শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার। ছবি : এনটিভি
ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেছেন, নির্বাচন উপলক্ষে সবার সারাদেশে প্রচারণা চালানো এবং শান্তিপূর্ণ সভা-সমাবেশ করার সুযোগ থাকা উচিত।
আজ শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত একথা বলেন।
রাষ্ট্রদূত আরো বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে সব দলের নির্বিঘ্নে অংশ নিতে পারতে হবে। আর ভোটারদের স্বাধীনভাবে মত প্রকাশের পরিবেশ থাকতে হবে। কেননা সহিংসতা গণতন্ত্রকে দুর্বল করে। আর যারা গণতন্ত্রকে দুর্বল করতে চায়, সহিংসতা তাদেরকে সহায়তা করে।
ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নেয় ঢাকা কলেজ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দল।