২২ কেন্দ্র স্থগিত : ইসি সচিব
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2018/12/30/photo-1546178450.jpg)
নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ২২টি কেন্দ্র ছাড়া বাকি সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অনিয়মের কারণে এসব কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে।
আজ রোববার সন্ধ্যায় আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের ফলাফল ঘোষণা কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে সচিব এসব কথা বলেন।
নির্বাচন কমিশন সচিব বলেন, রংপুর বিভাগে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যা নিয়ে নির্বাচন কমিশন গর্ববোধ করতে পারে। তবে সারা দেশে কিছু সহিংস ঘটনা ঘটেছে। কমিশনের এসব বিষয় নজরে এসেছে। অভিযোগের প্রত্যেকটি ঘটনা তদন্ত করে নিষ্পত্তির জন্য প্রধান নির্বাচন কমিশানার আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন।
ইসি সচিব আরো বলেন, আজ সেই প্রত্যাশিত দিন সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশানারসহ ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা দায়িত্বপালন করেছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে ৫৮২ জন কাজ করেছেন। সেনা বাহিনীসহ ছয় লাখ আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনে কাজ করেছেন।
হেলালুদ্দীন আহমদ আরো বলেন, ২৯৯টি আসনে ৪০ হাজার ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে একটি আসনে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। সেখানে আগামী ২৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৪০ হাজার কেন্দ্রের মধ্যে মাত্র ২২টি কেন্দ্রের ভোট গ্রহণ গোলযোগ ও অনিয়মের কারণে স্থগিত করা হয়েছে।