বড় জয় পেলেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2018/12/30/photo-1546178944.jpg)
রাজধানীতে সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : বাসস
বড় জয় পেয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। গোপালগঞ্জ -৩ (কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া) আসনে জয়ী হয়েছেন তিনি।
গোপালগঞ্জ-৩ আসনে ২ লাখ ২৯ হাজার ৫৩৯ ভোট পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওই আসনে শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বিএনপির এস এম জিলানী। তিনি পেয়েছেন ১২৩ ভোট।
আজ রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।