বিষয় ও মান দেখে বই পড়ি : মোরশেদ শফিউল হাসান
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2019/02/03/photo-1549175431.jpg)
এবারের একুশে গ্রন্থমেলায় মোরশেদ শফিউল হাসানের দুটি নতুন বই আসার কথা রয়েছে। উত্তরণ প্রকাশনী থেকে ‘নজরুল, সাহিত্যবিশারদের সাধনা ও অন্যান্য প্রসঙ্গ' এবং অনুপম প্রকাশনী থেকে ‘হাওয়ার গায়ে লেখাজোখা : দহনকালের দিনলিপি’।
প্রাবন্ধিক শফিউল হাসান জানালেন উল্লিখিত বইগুলোর প্রথমটি প্রবন্ধের সংকলন, আর দ্বিতীয় বইটি ফেসবুক স্ট্যাটাসের সংকলন (২০১১-১৭)। তিনি আরো জানান, 'ইসলাম ও মৌলবাদ : ধর্ম ও ধর্মের রাজনীতি' বইটির বর্ধিত সংস্করণ করছে পাঠক সমাবেশ। এটি মেলার শেষদিকে বেরুবে বলে জানান তিনি।
প্রতি বছর বইমেলায় যাওয়া হয় কি না প্রশ্নের জবাবে শফিউল হাসান বলেন, ‘আমি মেলা থেকে ইদানীং আর বই কিনি না। নির্বাচন করতে অসুবিধা হয়। বই দেখি কিছু, খোঁজখবর নিই। পছন্দ, আগ্রহ বা প্রয়োজনের বই সারা বছর ধরেই কিনতে পারি, কিনিও।’
কোন ধরনের বই কেনেন বা তরুণদের বই কেনা হয় কি না জানতে চাইলে লেখক বলেন, ‘বয়স নয়, বিষয় ও মান দেখে বই পড়ি।’
এ বছর মেলায় যেতে পারেন মোরশেদ শফিউল হাসান। তিনি মনে করেন প্রতিবারের মতো এবারও মেলা জমে উঠবে।