মেলার ২৬তম দিনে এসেছে ১৮৫টি বই
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2019/02/27/photo-1551253851.jpg)
বারবার বৃষ্টির হানা সত্ত্বেও মানুষ আসছে একুশের গ্রন্থমেলায়। তাঁরা ঘুরে ঘুরে বই দেখছেন এবং কিনে নিচ্ছেন পছন্দের লেখকের বই। গতকাল মেলার ২৬তম দিন মঙ্গলবার মেলায় এসেছে মোট ১৮৫টি নতুন ও পুনর্মুদ্রিত বই। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো : হায়াৎ মামুদ সম্পাদিত রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নির্বাচিত কিশোর গল্প’, আফসান চৌধুরীর ‘মাঠের মানুষ’, তুষার আবদুল্লাহর ‘নক্ষত্র সংলাপ’, রোমেন রায়হানের ‘মৎস্য কন্যার মুক্তার গহনা’ প্রভৃতি। চলুন দেখে নিই ১৮৫টি বইয়ের তালিকা।