দিরাই উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন
স্মৃতিচারণা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে সুনামগঞ্জের দিরাই উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠান পালন করা হচ্ছে।
গতকাল রোববার বিকেলে অনুষ্ঠানের শুরুতেই স্মৃতিচারণা করেন প্রাক্তন শিক্ষার্থীরা। এর মধ্যে ছিলেন সাবেক সচিব এম আই চৌধুরী, ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার ও উৎসব উদ্যাপন কমিটির যুগ্ম আহ্বায়ক নেছার আলম মুকুল, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার প্রমুখ।
সন্ধ্যায় শহরের বিভিন্ন স্থানে মোমবাতি জ্বালানো হয়। এরপর বিএডিসি মাঠে ওস্তাদ রামকানাই দাসের স্মরণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ক্লোজআপ ওয়ান তারকা শিল্পী বিউটি ও সাজু। এ ছাড়া স্থানীয় ও আঞ্চলিক শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান চলে গভীর রাত পর্যন্ত।