শুশুকের ধাওয়া খেয়ে ধরা পড়ল ৮২ কেজির বাঘাইড়!
জেলেরা অধীর আগ্রহে যে মাছ ধরার জন্য বসে থাকেন, সেই মাছ যদি নিজেই দৌঁড়ে এসে জালে ধরা দেয় তাহলে তো ঘটনাটা রোমাঞ্চকর হবেই। এ রকম একটা ঘটনা আজ মঙ্গলবার জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ব্রহ্মপুত্র নদের তীরে ঘটেছে।
হঠাৎ কয়েকটি শুশুক বিশাল আকারের একটি বাঘাইড় মাছকে ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে বাঘাইড়টি তীরের দিকে কম পানির দিকে উঠে এলে ঠিক তখনই উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের মৌলভীচরের চারজন জেলে মইজাল দিয়ে মাছটিকে ধরে।
এরপর বিশাল আকৃতির এই মাছ নিয়ে এলাকাবাসীর মধ্যে শুরু হয় হই চই। চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুর রহমান আকন্দ জানান, আজ সকালে চারজন জেলে ব্রহ্মপুত্র নদে জাল ফেলে মাছ ধরছিলেন। এ সময় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। কিছুক্ষণ পর বিষয়টি জানাজানি হলে মাছটিকে দেখতে ভিড় হয়।
পরে দুজন কাঁধে করে স্থানীয় মৌলভীচর বাজারে মাছটিকে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা দরদাম করে ৪৩ হাজার টাকায় কিনে নেয় মাছটি।
জানা যায়, বাঘাইড়টির ওজন ছিল ৮২ কেজি। এটা কেটে টুকরো করে মোট ৪৩টি ভাগ করা হয়। প্রতিটি ভাগ এক হাজার টাকায় বিক্রি হয়।
ওই চারজন মাছ শিকারির বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্দাবাড়ি এলাকায়। তবে এঁদের নাম পরিচয় কেউই নিশ্চিত করতে পারেননি।