সেরা ২০
দিনাজপুর বোর্ডে শীর্ষে রংপুর ক্যান্ট. পাবলিক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/05/30/photo-1432992307.jpg)
এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে শীর্ষে আছে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আজ শনিবার প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবারের এসএসসি পরীক্ষায় স্কুলের ৩৪০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। জিপিএ ৫ পেয়েছে ৩৩৯ জন। বিদ্যালয়ে পাসের হার শতভাগ।
বোর্ডের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে আছে রংপুর ক্যাডেট কলেজ। এ প্রতিষ্ঠান থেকে ৫৩ জন অংশ নিয়ে সবাই জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। তৃতীয় স্থানে রয়েছে রংপুর মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজ। এ প্রতিষ্ঠানের ৬৬ জন অংশ নিয়ে সবাই জিপিএ ৫ পেয়েছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৮৫ দশমিক ৫০ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে মোট ১০ হাজার ৮৪২ জন শিক্ষার্থী।
দিনাজপুর শিক্ষা বোর্ডের ঘোষিত ফলাফলে জানা যায়, এই বোর্ডের অধীনে চলতি বছর মোট এক লাখ ২৬ হাজার ৫৩২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে এক লাখ আট হাজার ১৮৯ জন।
দিনাজপুর বোর্ডে চতুর্থ হয়েছে রংপুর জিলা স্কুল। ২৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২১৭ জন জিপিএ ৫ পেয়েছে। পঞ্চম হয়েছে নীলফামারীর সৈয়দপুর সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়। এখান থেকে ১১৮ জন পরীক্ষা দিয়ে ১১১ জন জিপিএ ৫ পেয়েছে।
ষষ্ঠ হয়েছে দিনাজপুরের আমেনা বাকি রেসিডেনসিয়াল মডেল স্কুল। ৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৬ জনই জিপিএ ৫ পেয়েছে। সপ্তম হয়েছে রংপুরের আইডিয়াল পাবলিক স্কুল। ৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫০ জনই জিপিএ ৫ পেয়েছে।
রংপুরের রাইফেলস পাবলিক স্কুল দিনাজপুর বোর্ডে অষ্টম হয়েছে। ৮৯ জন পরীক্ষা দিয়ে ৭৪ জনই জিপি ৫ পেয়েছে।
নবম হয়েছে দিনাজপুরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। ১৪১ জন পরীক্ষার্থীর মধ্যে ১১৪ জনই জিপিএ ৫ পেয়েছে।
নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ দশম হয়েছে। এখান থেকে পরীক্ষা দিয়েছে ১৪১ জন। জিপিএ ৫ পেয়েছে ১২৪ জন।
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দিনাজপুর বোর্ডে ১১তম হয়েছে। ২১৭ জন পরীক্ষা দিয়ে ১৫৩ জন জিপিএ ৫ পেয়েছে।
১২তম হয়েছে রংপুরের ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয়। ৭০ জন পরীক্ষা দিয়ে ৬৫ জন জিপিএ ৫ পেয়েছে।
১৩তম হয়েছে দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ২৬৩ জন পরীক্ষা দিয়ে ১৬০ জন জিপিএ ৫ পেয়েছে।
নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় ১৪তম হয়েছে। ২০৫ জন পরীক্ষা দিয়ে ১৩৭ জন জিপিএ ৫ পেয়েছে।
১৫তম হয়েছে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়। ২২৫ জন পরীক্ষা দিয়ে ১৩৯ জন জিপিএ ৫ পেয়েছে।
১৬তম রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ২৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭০ জন জিপিএ ৫ পেয়েছে।
রংপুরের বীর উত্তম শহীদ সামাদ উচ্চ বিদ্যালয় ১৭তম হয়েছে। এখানকার ৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৫ জন জিপিএ ৫ পেয়েছে।
১৮তম হয়েছে দিনাজপুরের বিরামপুর উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয়। ৬৮ জন পরীক্ষা দিয়ে ৪৭ জন জিপিএ ৫ পেয়েছে।
১৯তম হয়েছে রংপুরের পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ। ২৭৪ জন পরীক্ষা দিয়ে ১৫০ জন জিপিএ ৫ পেয়েছে।
দিনাজপুর ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল ২০তম হয়েছে। ৫০ জন পরীক্ষা দিয়ে ৩৪ জন জিপিএ ৫ পেয়েছে।