অগ্রগতির জন্য অতিরিক্ত উদ্যোগের প্রয়োজন : অর্থমন্ত্রী
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/06/05/photo-1433505870.jpg)
বাংলাদেশকে এগিয়ে নিতে হলে অতিরিক্ত উদ্যোগের প্রয়োজন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রজস্ব লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে তিনি বলেন, ‘প্রতিবছরই করদাতা বাড়ছে। তবে গতি মন্থর। হ্যাঁ, লক্ষ্য উচ্চ। তবে রাজস্ব বোর্ড এখন যথেষ্ট প্রস্তুত।’ আজ শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই এবং রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন হবে না বলে মন্তব্য করেছে সিপিডি। এ কথার পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী বলেন, ‘বাস্তবায়নের সুনির্দিষ্ট কথা বলতে তারা কী বোঝায়, আমি বলতে পারি না। আমাদের যদি অগ্রগতির দিকে যেতে হয়, তাহলে আমাদের অতিরিক্ত উদ্যোগের প্রয়োজন আছে। নতুন করদাতা বাড়াতে বড় ধরনের ধাক্কা দেওয়ার এখনই সময়।’
সংবাদ সম্মেলনে উপস্থিত শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু বলেন, ‘রাজস্ব যেসব আদায় হবে, সেটা আমরা মনে করি না। আর বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে পিছিয়ে যাওয়ার কারণ রয়েছে। দেশের পরিবেশ ও রাজনৈতিক কারণে এটা হয়।’
আমু বলেন ‘অর্থমন্ত্রী সেসব প্রকল্প দিচ্ছেন, তা বাস্তবসম্মত বলেই দিচ্ছেন। রাতারাতি তো উন্নতি দেখানো যাবে না।’
অর্থমন্ত্রী জানান, ‘বাজেটে চিনি আমদানির ওপর কোনো শুল্ক আরোপ করা হয়নি। বাজেট বইয়ে ভুল ছাপা হয়েছে।’