অনুরোধ রাখলেন না মমতা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/06/06/photo-1433653096.jpg)
শেখ হাসিনার অনুরোধ রাখতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। নির্ধারিত সূচি মেনে আজই কলকাতায় ফিরে গেছেন তিনি। ভারতের সংবাদমাধ্যম জিনিউজ জানায়, গতকাল শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ফোন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে রোববার পর্যন্ত থাকতে অনুরোধ করেন শেখ হাসিনা। তখন বিষয়টি বিবেচনা করবেন বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে শেখ হাসিনার অনুরোধ যে তিনি রক্ষা করতে পারছেন না, তা আজ সকালে জানিয়ে দেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশ সফরে আসার কথা হয়েছিল অনেক আগেই। সেইমতো মমতা-মোদি একসঙ্গেই বাংলাদেশ সফর করেন।
কিন্তু শেখ হাসিনার সেই অনুরোধ রক্ষা করতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরে যাওয়ার সিদ্ধান্তেই অটল থাকেন তিনি। আজ রাত সাড়ে ১০টায় কলকাতার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন মমতা।
গতকাল শুক্রবার রাত পৌনে ৯টার দিকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে মমতা তাঁর সফরসঙ্গীদের নিয়ে ঢাকায় পৌঁছান।
বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরনসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা মমতাকে স্বাগত জানান।