গাজীপুরে প্রবাসী খুন, চাচি আটক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/06/07/photo-1433631331.jpg)
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসী এক যুবক খুন হয়েছে। এ সময় আহত হয়েছেন ওই যুবকের স্ত্রী। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নিহতের চাচিকে আটক করেছে। শনিবার উপজেলার নাগরী ইউনিয়নের বেলুন গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জিল্লুর রহমান (৩২) ওই গ্রামের বকুল মিয়ার ছেলে। জিল্লুর দুবাইপ্রবাসী। তিনি দুই সপ্তাহ আগে ছুটিতে দেশে আসেন। এ ঘটনায় আটক সবিনা বেগম তাঁর চাচি।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম জানান, বেলুন গ্রামের বকুল মিয়ার সঙ্গে তাঁর ভাই আনিসুর রহমান নাজুকের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
এসআই জানান, শনিবার সকালে বকুল মিয়ার দুবাইফেরত ছেলে জিল্লুর রহমান বাড়ির পাশের বাগানে বাঁশ কাটতে যান। এ সময় তাঁর চাচা আনিসুর রহমান নাজুক (৫২), তাঁর স্ত্রী সবিনা বেগম (৪৫) ও ছেলে উজ্জ্বল (২৮) বাধা দেন। তাঁদের মধ্যে তর্কবিতর্ক হয়।
একপর্যায়ে সংঘর্ষ বাধে। তখন প্রতিপক্ষের লোহার রডের আঘাতে ঘটনাস্থলের জিল্লুর মারা যান। এ সময় জিল্লুরকে বাঁচাতে এসে তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী মোর্শেদাও (২৮) আহত হন। তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়নাতদন্ত শেষে এ ঘটনায় মামলা হবে বলে জানান এসআই।
নাগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজ মোড়ল জানান, এর আগে গ্রাম্য সালিশের মাধ্যমে বকুল মিয়া ও তাঁর ভাই আনিসুর রহমানের মধ্যে পৈতৃক সম্পত্তি বণ্টন করে দেওয়া হয়েছিল।