খাগড়াছড়িতে মাদক উদ্ধার, দম্পতি আটক
খাগড়াছড়ির মহাজনপাড়া এলাকা থেকে ১৩৮টি ইয়াবা ও ৪২ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। এ সময় বাচ্চুমণি চাকমা ও তাঁর স্ত্রী রেখা চাকমাকে আটক করা হয়।
গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাজনপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে এ মাদক উদ্ধার করে পুলিশ। পুলিশের দাবি, আটক দুজন অবৈধভাবে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত।
খাগড়াছড়ি জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মহাজনপাড়ার একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় খাগড়াছড়ি সদর থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বাচ্চুমণি চাকমা ও তাঁর স্ত্রী রেখা চাকমাকে ১৩৮টি ইয়াবা ও ৪২ বোতল ফেনসিডিলসহ আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা মাদক ব্যবসায় জড়িত বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।
এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন পুলিশের এই কর্মকর্তা।