ভণ্ডামি আর দুর্নীতি, বিএনপির মূলনীতি : নৌমন্ত্রী
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/06/13/photo-1434215067.jpg)
চট্টগ্রাম বন্দর অডিটোরিয়ামে বাংলাদেশ শিপিং করপোরেশন-বিএসসির ৩৭তম বার্ষিক সাধারণ সভায় আজ শনিবার দুপুরে বক্তব্য দেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। ছবি : এনটিভি
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপির মুখে গণতন্ত্র শোভা পায় না। বিএনপি সন্ত্রাসীদের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। ‘ভণ্ডামি আর দুর্নীতি, বিএনপির মূলনীতি’ বলেও মন্তব্য করেন তিনি।
আজ শনিবার দুপুরে চট্টগ্রাম বন্দর অডিটোরিয়ামে বাংলাদেশ শিপিং করপোরেশন-বিএসসির ৩৭তম বার্ষিক সাধারণ সভায় নৌমন্ত্রী এসব মন্তব্য করেন। অনুষ্ঠানে মন্ত্রী বিএসসির শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেন।
সভায় নৌমন্ত্রী শাজাহান খান আরো বলেন, বিএসসি বাণিজ্যিক কার্যক্রম ছাড়াও সরকারি সংস্থা হিসেবে জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিএসসি ২০১৩-১৪ অর্থবছরে ১৭০ কোটি ১১ লাখ টাকা আয় এবং ১৬৬ কোটি ৭৫ লাখ টাকা ব্যয় করেছে। নিট লাভ করেছে তিন কোটি ৩৬ লাখ টাকা।