আ. লীগের পরিণতি করুণ হবে : খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিয়ন্ত্রণে নেই, দেশ চালাচ্ছে পুলিশ। এবার ক্ষমতায় থেকে বিদায় নিলে আওয়ামী লীগ মুসলিম লীগের মতো কয়েক টুকরো হয়ে যাবে।
urgentPhoto
আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সঙ্গে আয়োজিত বৈঠকে খালেদা জিয়া এ কথা বলেন। বার কাউন্সিল নির্বাচনকে সামনে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে ওই বৈঠকের আয়োজন করা হয়।
খালেদা জিয়া বলেন, ‘আপনাদের মনে আছে যশোরের সেই উদীচী সমাবেশে বোমা হামলা। তখন কে ছিল ক্ষমতায়? এই আওয়ামী লীগই ছিল। তারপর পল্টনে সিপিবির সমাবেশে বোমা হামলা। তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল।
রমনার বটমূলে বোমা হামলা হয়েছে। গোপালগঞ্জে গির্জায় বোমা হামলায় ২০ জন মারা যায়। তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তিনি আরো বলেন, ‘যত ঘটনা ঘটেছে সব আওয়ামী লীগের সময়ে। বিএনপির সময়ে না।’
বিএনপির চেয়ারপারসন বলেন, ‘জঙ্গিগুলো একটাকেও কি আওয়ামী লীগ ধরেছে? তাও তো ধরে নাই। ধরবে কেন এরা তো তাদেরই লোক।’
সবক্ষেত্রে দলীয়করণ চলছে অভিযোগ করে খালেদা জিয়া বলেন, এবার প্রেসক্লাব ও সুপ্রিম কোর্ট দখলের ষড়যন্ত্র করছে সরকার। নির্বাচিত সরকার না থাকায় দেশে আইনের শাসন নেই। ক্ষমতা থেকে বিদায় নিলে আওয়ামী লীগের পরিণতি করুণ হবে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপি ধ্বংসের ষড়যন্ত্র চলছে এমন অভিযোগ করে খালেদা জিয়া বলেন, বিএনপি জনগণের দল তাই এই চক্রান্ত সফল হবে না।
বিএনপি সব ধরনের আন্দোলন বন্ধ রেখেছে তারপরও দেশে গুম-খুন হচ্ছে কেন সেই প্রশ্ন রাখেন বিএনপি চেয়ারপারসন। দল ও সহযোগী সংগঠন পুনর্গঠন করা হবে জানিয়ে খালেদা জিয়া বলেন, খুব শিগগিরই ফিরে আসবে গণতন্ত্র।