চাঁদাবাজির প্রতিবাদে নারায়ণগঞ্জে নৌ ধর্মঘট
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/06/21/photo-1434888944.jpg)
শীতলক্ষ্যা নদীতে নৌযানে চাঁদাবাজি ও শ্রমিকদের ওপর হামলা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন। আজ রোববার সকাল ১০টায় নারায়ণগঞ্জের পাঁচ নম্বর ঘাট এলাকায় এক সমাবেশে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সবুজ শিকদারের সভাপতিত্বে বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলার সভাপতি সরদার আলমগীর মাস্টার, যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম, ডেমরা শাখার সভাপতি জাকির হোসেন।
শ্রমিকদের অভিযোগ, শীতলক্ষ্যা নদীর নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জের মোহনায় বিভিন্ন ইজারাদারের লোকজন নিজেদের বালুমহাল থেকে বালু নিতে নৌযান আটকে রেখে শ্রমিকদের মারধর করেন। অন্য বালুমহাল থেকে বালু আনার পরেও তাঁরা নিজেদের বালুমহালের রসিদ ধরিয়ে দিয়ে চাঁদা আদায় করেন। এ নিয়ে গতকাল শনিবার একটি বৈঠক করে নৌ পুলিশ এ চাঁদাবাজি ও শ্রমিকদের ওপর হামলা বন্ধের আশ্বাস দেয়। কিন্তু ইফতারের সময় মুন্সীগঞ্জের মোহনায় একটি ট্রলারে ইজারাদারদের লোকজন চাঁদার দাবিতে হামলা চালিয়ে চার শ্রমিককে গুরুতর আহত করেছে।