লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারের দাবি, শুক্রবার হেফাজতের বিক্ষোভ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/07/01/photo-1435763717.jpg)
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলায় জামিনে মুক্ত সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে হেফাজত ইসলাম। আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে তাঁকে গ্রেপ্তার করা না হলে পরের দিন শুক্রবার রাজধানীতে বিক্ষোভ করবে সংগঠনটির নেতা-কর্মীরা।
urgentPhoto
আজ বুধবার সকালে বারিধারার জামিয়া মাদানিয়া আরাবিয়া মাদ্রাসায় হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ডাক দেওয়া হয়।
কমিটির আহ্বায়ক মাওলানা নূর হোসাইন কাসেমী বলেন, আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেট ও মহানগরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করবে হেফাজত ইসলাম।
অবশ্য এর আগে একই দাবিতে শুক্রবার সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি।
এ ছাড়া মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও ইসলাম সম্পর্কে কটূক্তির জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন করার দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।