নারায়ণগঞ্জে এনটিভির একযুগ পূর্তি অনুষ্ঠান
একযুগ পার করল বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জে আয়োজন করা হয় আলোচনা সভা। ছিল বর্ণাঢ্য র্যালিও।
দুপুরে নারায়ণগঞ্জ ক্লাব অডিটোরিয়ামে এনটিভির স্টাফ করেসপনডেন্ট নাফিজ আশরাফের সভাপতিত্বে ও সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সদর আসনের সংসদ সদস্য এ কে সেলিম ওসমান। এ সময় তিনি নারায়ণগঞ্জের ব্যবসা-বাণিজ্য ও রাজনৈতিক গুরুত্বের কথা উল্লেখ করে একটি সাব-স্টেশন স্থাপনের দাবি জানান।
অনুষ্ঠানে রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য রাখেন। বক্তারা হলেন জেলা বিএনপির সাধারাণ সম্পাদক কাজী মনিরুজ্জামান মনির, তারাব পৌরসভার মেয়র শফিকুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মহিবুল ইসলাম, এফবিসিসিআইয়ের পরিচালক প্রবীর কুমার সাহা, জেলা শিল্পকলা একাডেমির সংস্কৃতি কর্মকর্তা সৈয়দা সাহিদা বেগম, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি খন্দকার শাহ আলম, নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সভাপতি খবির উদ্দিন, জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুস সালাম, কবি আরিফ বুলবুল, মানবাধিকারকর্মী বিল্লাল হোসেন রবিন, বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী মুক্তি পরিষদের জেলা আহ্বায়ক নজরুল ইসলাম বাবু, সদস্য সচিব অধ্যাপক জসিম উদ্দিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মালেক প্রমুখ।
এনটিভি অনেক কঠিন সময় পার করে নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে মন্তব্য করে বক্তারা বলেন, এনটিভির সংবাদ সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা প্রচার করতে কখনো কুণ্ঠাবোধ করে না। এ ছাড়া চ্যানেলটির অনুষ্ঠানও অনেক মানসম্পন্ন।