বর্ষপূর্তিতে এনটিভির বিশেষ আয়োজন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/07/02/photo-1435828710.jpg)
আগামীকাল ৩ জুলাই স্যাটেলাইট চ্যানেল এনটিভির বর্ষপূর্তি। এবারের বর্ষপূর্তিটি আরো বিশেষ তাৎপর্যের, কারণ আগামীকালই এই জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেলটি পুরো এক যুগ পার করে ১৩তম বছরে পা দেবে। এই উপলক্ষে এনটিভিতে সারা দিনই থাকছে বিশেষ আয়োজন। চলুন দেখে নিই কী সেসব আয়োজন।
বিশেষ অনুষ্ঠান : এনটিভি নিয়ে কিছু কথা
এনটিভির বর্ষপূর্তি উপলক্ষে আগামীকাল শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে এনটিভির সকল বিভাগের বিভাগীয় প্রধানদের অংশগ্রহণে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘এনটিভি নিয়ে কিছু কথা’। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আহসানুল হক পলাশ। এ অনুষ্ঠানে এনটিভিতে দীর্ঘ একযুগের পথচলার অভিজ্ঞতার কথা তুলে ধরবেন বিভিন্ন বিভাগের বিভাগীয় কর্মকর্তারা। এ ছাড়া এনটিভি নিয়ে কথা বলেছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী।
বিশেষ নাটক : মনের মতো মন
শুক্রবার দুপুর ১২টা ২০ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘মনের মতো মন’। ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন তাহসান, তিশা, মেহেজাবীন, সাবেরী আলম, মাসুদ আলী খান প্রমুখ।
নাটকটির কাহিনী এ রকম-‘কাস্টিং ডিরেক্টর হিসেবে একটি বিজ্ঞাপনী সংস্থায় সানজানা কাজ শুরু করলেও কারো কোনো সমস্যা হলেই সবাই তার কাছেই কাজটা নিয়ে আসে। আর সানজানাও অন্যদের কাজ করে দেওয়ার মধ্যেই আনন্দ খুঁজে পায়। আর তাই অফিসের বস রাহাত সাহেব নতুন এক প্রজেক্টে ক্রিয়েটিভ হেডের সঙ্গে সানজানাকে কো-অর্ডিনেটর হিসেবে কাজ করার সুযোগ করে দেয়। ক্রিয়েটিভ হেড সুমিত বাইরে থেকে পড়ালেখা করে আসা অসম্ভব মেধাবী এক মানুষ। সে নিয়মের বাইরে চলতে পছন্দ করে, সারাক্ষণ ক্যামেরায় ছবি তোলে আর সিরিয়াস কথার মধ্যে জোকস করে। কিন্তু এই সুমিত আর সানজানা যখন মুখোমুখি হয়, তখন দুজনেই চুপ।’
সরাসরি সম্প্রচারিত বিশেষ অনুষ্ঠান : ১ যুগ পূর্তি
দুপুর ২টা ৩০ মিনিটে এনটিভির স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘১ যুগ পূর্তি’। জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন বিশিষ্ট গণমাধ্যমব্যক্তিত্ব মোহাম্মদ জাহাঙ্গীর। এ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বিশিষ্ট সংগীতব্যক্তিত্ব শিল্পী ফেরদৌসী রহমান, শিল্পী মুস্তাফা মনোয়ার ও লেখক, সাংবাদিক আনিসুল হক। বিগত ১২ বছরে এনটিভির অর্জন, আগামীতে এনটিভির কাছে দর্শকদের প্রত্যাশা নিয়ে আলোচনা হবে এ অনুষ্ঠানে। টেলিফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের প্রশ্ন ও মতামত, বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক পরিমণ্ডলের গুণীজনদের অনুভূতি ও পরামর্শ, যাঁদের শুরু হয়েছিল এনটিভির অনুষ্ঠান ও নাটকের মাধ্যমে-তাঁদের কয়েকজনের সংক্ষিপ্ত সাক্ষাৎকার থাকবে এতে।
বিশেষ নাটক : তুমি কেমন আছো
রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘তুমি কেমন আছো’। রুম্মান রশীদ খানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। অভিনয়ে মাহফুজ আহমেদ, তৌকীর আহমেদ, অপি করিম ও তৃণ।
নাটকটির কাহিনী এ রকম : ‘ছবির মতো সুখের সংসার জয়িতা ও প্রীতর। জয়িতা ঘরে বসেই লাখপতি। আউটসোর্সিংয়ের কাজে মহাব্যস্ত থাকে। আর প্রীত একই সঙ্গে চাকরিজীবী ও ব্যবসায়ী। দিনের ১৬ ঘণ্টাই কাজে ব্যস্ত থাকে সে। জয়িতা একসময় জনপ্রিয় নৃত্যশিল্পীও ছিল। জয়িতাকে একটি নাচের অনুষ্ঠানে দেখে হুট করেই এক বছর আগে বিয়ে করেছিল প্রীত। পরিবার, অতীত, বর্তমান, ভবিষ্যৎ কিছুই না, শুধু জয়িতাকেই চেয়েছিল সে। সেই স্বপ্নের ঘোরে এখনো আছে সে। হঠাৎ স্বপ্নভঙ্গ হয়, যখন তাদের বাড়িতে জয়িতার দূর সম্পর্কের চাচাতো ভাই পিয়াল আসে। পিয়াল অনেক মজার মানুষ। প্রীতর ভীষণ পছন্দ হয়। তবে জয়িতা খুব একটা পছন্দ করতে পারে না। কারণ, এই পিয়াল ছিল জয়িতার প্রথম স্বামী। খুলনায় থাকত তারা। দেড় বছর আগে স্বামী-স্ত্রীর কলহ যখন চরমে, তখন ঢাকায় পালিয়ে এসেছিল জয়িতা। একপর্যায়ে পিয়াল জানতে পারে প্রীত জয়িতার অতীত সম্পর্কে কিছুই জানে না। তাই পিয়াল জয়িতাকে আবারও নিজের জীবনে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে।’
ধারাবাহিক কাহিনীচিত্র : উদ্দীপন-এর বিশেষ পর্ব
রাত ৯টা ৩০ মিনিটে ধারাবাহিক কাহিনীচিত্র উদ্দীপন-এর বিশেষ পর্বে দেখা যাবে নাটক ‘আকাশ বালক, আকাশ বালিকা’। গোলাম রাব্বানীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন জয়ন্ত রোজারিও। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাঈম ও মেহজাবিন।
নাটকটির কাহিনী এ রকম : এক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে তাদের দেখা হয়েছিল। তারপর একদিন তাদের জীবনেও ঘুরেফিরে জন্মদিন আসে। একসময় তারা ভালোবেসে ফেলে পরস্পরকে। মেয়েটি ছেলেটির নাম দেয় আকাশ বালক। দুই শরীর এক প্রাণে বাঁধা পড়ে। কাকতালীয় বিষয় হচ্ছে তাদের দুজনার জন্মদিন একই দিনে। প্রতি জন্মদিনেই তাদের মজার একটা গল্প থাকে।