আশুগঞ্জে এনটিভির একযুগ পূর্তি উদযাপন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/07/06/photo-1436178664.jpg)
এনটিভির একযুগ পূর্তি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় আজ সোমবার বেলা ১১টায় আনন্দ র্যালি বের করে আশুগঞ্জ এনটিভি দর্শক ফোরাম।
আশুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ কুমার সিংহের নেতৃত্বে র্যালিটি স্থানীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে আশুগঞ্জ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবে এসে শেষ হয়। র্যালি শেষে আশুগঞ্জ প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএনও সন্দ্বীপ কুমার সিংহ। তিনি বলেন, এনটিভি দেশের অসংখ্যা স্যাটেলাইট টেলিভিশনের ভিড়েও তাদের স্বাতন্ত্র্য বাজায় রেখেছে, যা দেশের জনগণের নজর কেড়েছে। এনটিভি তার খবর, অনুষ্ঠান নির্মাণে যে মান বজায় রেখেছে এবং দেশের উন্নয়নে যে ভূমিকা রাখছে তা আগামীতে অব্যাহত থাকবে; এনটিভিকে শীর্ষস্থানে থাকতে সহায়তা করবে। তিনি এনটিভির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আশুগঞ্জ উপজেলা সুজনের সভাপতি হাজী মিজানুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হাজি মো. শাহজাহান সিরাজ, এনটিভির আশুগঞ্জ প্রতিনিধি মো. আক্তারুজ্জামান রঞ্জন, আশুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, যমুনা টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মো. শফিকুল ইসলাম।