‘পাচারকারী’ নারীসহ আটক ৫, উদ্ধার ৯
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/07/07/photo-1436247477.jpg)
রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক পাচারকারী দলের সদস্য সন্দেহে তিন নারীসহ পাঁচজনকে আটক করেছে র্যাব-২। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে কামারপাড়ার একটি ফ্ল্যাটে র্যাব-২-এর সদস্যরা অভিযান চালিয়ে এদের আটক করে। এ সময় নয় নারীকে উদ্ধার ও ১৯৫টি পাসপোর্ট জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন মোহাম্মদ লতিফ (৪৫), মোহাম্মদ শহিদুল (৪৪), শিল্পী আক্তার (২২), ইমা আক্তার মৌসুমী (১৯) ও রিনা বেগম (৩০)।
র্যাব-২-এর অপারেশন অফিসার সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মারুফ আহমেদ এনটিভি অনলাইনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে উত্তরার কামারপাড়ায় একটি ফ্ল্যাটে এএসপি মিজানুর রহমানের নেতৃত্বে র্যাব-২ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে। এ সময় ওই ফ্ল্যাট থেকে বিভিন্ন বয়সের নয় নারীকে উদ্ধার এবং ১৯৫টি পাসপোর্ট জব্দ করা হয়েছে। তাঁদের এ মুহূর্তে র্যাব-২-এর কার্যালয়ে রাখা হয়েছে।