দৌলতদিয়া-পাটুরিয়ায় আরো দুটি নতুন ফেরি : নৌমন্ত্রী
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/07/12/photo-1436721617.jpg)
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘ঈদের আগে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ যেন পদ্মা পাড়ি দিয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সে জন্য দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি রুটে যাত্রী ও গাড়ি পারাপার দ্রুত ও সহজতর করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। খুব শিগগিরই এ বহরে আরো দুটি নতুন ফেরি সংযোজন করা হচ্ছে।’
আজ রোববার দুপুরে দৌলতদিয়া ফেরি ও লঞ্চ ঘাট পরিদর্শনের সময়ে সাংবাদিকদের এ কথা বলেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান।
এ সময় ঈদ উপলক্ষে লঞ্চমালিকদের কোনোভাবেই অতিরিক্ত যাত্রী বহন না করার আহ্বান জানিয়েছেন শাজাহান খান বলেন, ‘অধিক যাত্রী হলে ফেরিতে যাত্রী পারাপারের ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরো বলেন, ‘অতীতের যেকোনো সময়ের চেয়ে দৌলতদিয়া ফেরিঘাট এখন যানজটমুক্ত এবং পরিচ্ছন্ন।’
‘ঈদের আগে ফেরিঘাটকে যানজটমুক্ত এবং যাত্রীদের নিরাপত্তা জোরদার ও সেবা বাড়াতে দৌলতদিয়া ফেরিঘাটে অতিরিক্ত পুলিশ, র্যাব, আনসার ও ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।’
নৌপরিবহনমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার পর নৌপথকে সচল রাখতে ড্রেজিং এবং নতুন নতুন ফেরি স্টিমার নির্মাণের কাজ করছে। টারমিনাল স্থাপনও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তিনি বলেন, ‘বিগত ৩৮ বছরের বিভিন্ন সরকার যেখানে ৩০টি ফেরি ক্রয় করেছে সেখানে শেখ হাসিনার সরকার মাত্র পাঁচ বছরে ১৭টি ফেরি ক্রয় করে নৌপথে ব্যাপক সফলতা এনেছে।’
এ সময় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর (অব.) এম মোজাম্মেল হক, অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান মিজানুর রহমান, নদী কমিশনের চেয়ারম্যান আতাউর রহমান, নৌমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।