আখাউড়া স্থলবন্দরে চার দিন আমদানি-রপ্তানি বন্ধ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে চার দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেন জানান, আজ শনিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এ সিদ্ধান্ত ভারতের আগরতলার ব্যবসায়ী নেতারা আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী নেতাদের চিঠির মাধ্যমে জানিয়েছেন।
এদিকে, আখাউড়া স্থলবন্দরের সুপারিনটেনডেন্ট শান্তি বরণ চাকমা জানান, বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা দিলেও যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।