ইসলামপুরে অটোরিকশা চাপায় বৃদ্ধ নিহত
জামালপুরের ইসলামপুরে সিএনজিচালিত অটোরিকশা চাপায় হায়দার আলী (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় শহরের দরিয়াবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বৃদ্ধ হায়দার আলী সনি সিনেমা হল বাজার থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। এ সময় দেওয়ানগঞ্জগামী একটি অটোরিকশা তাঁকে পেছন দিক থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সুমন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পালিয়ে যাওয়া অটোরিকশা ও এর চালককে দেওয়ানগঞ্জ থানা পুলিশ আটক করেছে। শিগগিরই এ ঘটনায় আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।