মায়ের জন্য কান্নাকাটি করায় ছেলেকে হত্যা, বাবার ফাঁসি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/08/11/photo-1439288996.jpg)
সন্তানকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন নেত্রকোনার একটি আদালত। আজ মঙ্গলবার দুপুরে নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুল হামিদ আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত মো. আবু হানিফ (৪২) দুর্গাপুর উপজেলার মিনকিকান্দা গ্রামের বাসিন্দা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল আলম প্রদীপ সাংবাদিকদের জানান, আবু হানিফের সঙ্গে স্ত্রী আয়শা খাতুনের দাম্পত্য কলহ চলছিল। একপর্যায়ে চার সন্তানকে রেখে আয়শা বাবার বাড়ি চলে যায়।
২০০৮ সালের ১৫ জুলাই সকাল সাড়ে ৭টার দিকে চার বছরের শিশুপুত্র সাকিব মায়ের জন্য কান্নাকাটি করছিল। এ সময় হানিফ রাগে ছেলেকে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করে।
ঘটনার দিনই সাকিবের মা আয়শা স্বামীকে আসামি করে দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন। একই বছরের ১১ সেপ্টেম্বর হানিফের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
আসামিপক্ষের আইনজীবী ছিলেন নজরুল ইসলাম খান।