নেত্রকোনায় স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ড
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/08/17/photo-1439798709.jpg)
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় স্ত্রী হত্যার দায়ে স্বামী পশর আলীকে (৫৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুল হামিদ আসামির উপস্থিতিতে এ রায় দেন।
পশর আলীর বাড়ি উপজেলার গোবিন্দপুর গ্রামে। দাম্পত্য কলহের জেরে ২০০৫ সালের ২ নভেম্বর গভীর রাতে ঘুমের মধ্যে তিনি স্ত্রী হালিমা খাতুনকে (৪৫) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আজম খান জানান, সাত সন্তানের জননী হালেমা খাতুনের সঙ্গে পশর আলীর অভাবের সংসারে প্রায়শই ঝগড়া-বিবাদ লেগে থাকত। এই কলহের জেরে তিনি স্ত্রীকে হত্যা করেন।
আজম খান আরো জানান, এ নিয়ে পশর দম্পতির বড় ছেলে মতি মিয়া বাদী হয়ে ঘটনার পরদিন কলমাকান্দা থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ একই বছরের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেয়। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ এই রায় দেয়।
মামলায় আসামিপক্ষে আইনজীবী ছিলেন সমীর কান্তি সরকার।