জামিন পেলেন প্রবীর সিকদার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/08/19/photo-1439965560.jpg)
সাংবাদিক প্রবীর সিকদার। ফাইল ছবি
তথ্যপ্রযুক্তি আইনে গ্রেপ্তার সাংবাদিক প্রবীর সিকদারের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার সকালে ফরিদপুর জেলা কারাগার থেকে প্রবীর সিকদারকে জেলা প্রশাসকের কোর্ট হেফাজতে নেওয়া হয়। সেখানে বিচারক হামিদুল ইসলামের ১ নম্বর আমলি আদালতে প্রবীর সিকদারের আইনজীবী আলী আশরাফ জামিন চাইলে তা মঞ্জুর করেন বিচারক।
গতকাল মঙ্গলবার প্রবীর সিকদারকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত উভয় পক্ষের বক্তব্য শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত রোববার রাতে রাজধানীর ইন্দিরা রোডের বাসা থেকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা প্রবীর সিকদারকে আটক করেন। পরে তাঁকে ফরিদপুরে তথ্যপ্রযুক্তি আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।