জামালপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি
পানি কমতে শুরু করায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে জেলার বাহাদুরাবাদ পয়েন্ট এখনো যমুনার পানি বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
যমুনার পানি কিছুটা কমলেও জামালপুরে বন্যাদুর্গত এলাকায় বাড়িঘর, ফসলি জমি এখনো ডুবে আছে বন্যার পানিতে। জেলার ছয়টি উপজেলার লক্ষাধিক মানুষ এখনো পানিবন্দি রয়েছে। বন্ধ রয়েছে অর্ধশতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান। টানা পাঁচ দিন পানিবন্দি মানুষের মধ্যে খাদ্য ও পানীয়জলের সংকটের পাশাপাশি দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ।
জামালপুরের সিভিল সার্জন মোশায়ের-উল ইসলাম জানান, বন্যাকবলিত এলাকায় ২১টি মেডিকেল টিম কাজ করছে।