এক পথচারীকে বাঁচাতে তিন বাসযাত্রীর মৃত্যু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/09/06/photo-1441550551.jpg)
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ৪০ জন। আজ শনিবার সন্ধ্যা ৬টায় সংযোগ সড়কের কাশেম মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার চড়কবাড়ী গ্রামের রবিউল আওয়াল (৫০) ও গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার চরবাড়িয়া গ্রামের আব্দুর রফিকের ছেলে মাসুম আহমদ (১২)।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন এনটিভি অনলাইনকে জানান, সন্ধ্যা ৬টার দিকে ডিপজল পরিবহনের একটি বাস ঢাকা থেকে রংপুর যাচ্ছিল। পথে কাশেম মোড়ে এক পথচারীকে সাইড দিতে গিয়ে বাসটি উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি কাঠবোঝাই ট্রাকের সামনে পড়ে। তখন গতি নিয়ন্ত্রণ করতে না পারলে বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় বাসটি রাস্তার ওপরে উল্টে যায়।
এতে ঘটনাস্থলেই রবিউল ও মাসুম নিহত হয়। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে আরো এক শিশু মারা যায়। তবে তাঁর নাম জানাতে পারেননি ওসি হেলাল উদ্দিন।
সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক ফরিদুল ইসলাম জানান, একসঙ্গে অনেক আহত রোগীকে হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর। তবে তাদের চিকিৎসার কোনো ত্রুটি রাখা হচ্ছে না। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান ওই চিকিৎসক।
জেলা প্রশাসক বিল্লাল হোসেন জানিয়েছেন, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ১০ হাজার টাকা করে নগদ সহায়তা এবং আহতদের চিকিৎসার জন্য সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।