সিলেট নগরীতে শনিবার থেকে লকডাউন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2020/06/17/sylhet_city_pic.jpg)
সিলেট সিটি করপোরেশনের ২৪টি ওয়ার্ডকে 'রেড জোন' প্রস্তাব করে আগামী বৃহস্পতিবার (১৮ জুন) থেকে লকডাউন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। তবে গতকাল মঙ্গলবার রাতে সিলেট সিটি করপোরেশনে অনুষ্ঠিত সভায় আগামী ২০ জুন লকডাউন করার প্রস্তাব করা হয়।
সাধারণ জনগণের সুবিধা-অসুবিধার কথা বিবেচনায় নিয়ে উপস্থিত ওয়ার্ড কাউন্সিলররা আগামীকাল বৃহস্পতিবারের পরিবর্তে আগামী শনিবার লকডাউন করার প্রস্তাব করলে সবার মতামতের পরিপ্রেক্ষিতে তা সিদ্ধান্ত হিসেবে গৃহীত হয়।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে সদ্যপ্রয়াত সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের স্মরণে সবাই এক মিনিট নীরবতা পালন করে।
সভায় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিদায়ক রায় চৌধুরী, সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল, কোতোয়ালি থানার সহকারী কমিশনার (এসি) নির্মলেন্দু চক্রবর্তী, শাহপরাণ থানার সহকারী কমিশনার (এসি) আফসর, সিটি করপোরশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান, কাউন্সিলর রেজওয়ান আহমদ, রাশেদ আহমদ, অ্যাডভোকেট সালেহ আহমদ সেলিম, আজাদুর রহমান আজাদ, শান্তনু দত্ত (সনতু), রেজাউল হাসান কয়েছ লোদী, মো. তারেক উদ্দিন তাজ, আফতাব হোসেন খান, রেবেকা আক্তার লাকী, এস এম শওকত আহমদ তৌহিদ, শাহানারা বেগম, মো. ছয়ফুল আমিন বাকের, সিকন্দর আলী, এবিএম জিল্লুর রহমান, ফরহাদ চৌধুরী শামীম, মোহাম্মদ তৌফিক বক্স লিপন, মোস্তাক আহমদ, বিক্রম কর, তৌফিকুল হাদী, মখলিছুর কামরান প্রমুখ।