মনিরামপুরে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/09/16/photo-1442403414.jpg)
যশোরের মনিরামপুর উপজেলায় নিখোঁজ স্কুলছাত্র মেহেদি হাসানের (১৪) মৃতদেহ আজ বুধবার সকালে বেগারিতলা গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ।
নিহত মেহেদি মনিরামপুর উপজেলার গোয়ালদহ গ্রামের আবদুল খালেকের ছেলে। গত সোমবার সে নিখোঁজ হয়েছিল। এ ব্যাপারে মঙ্গলবার সন্ধ্যায় মনিরামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন মেহেদির বাবা।
স্থানীয় গ্রামপুলিশ আছিয়া বেগম জানান, আজ সকাল ৭টার দিকে বেগারিতলা গ্রামে রাজুর মেহগনি নার্সারিতে চারা নিয়ে এসে ব্যাপারিরা একটি লাশ দেখতে পান। পরে তাঁরা বেগারিতলা বাজারে গিয়ে লোকজনকে বিষয়টি জানালে এলাকাবাসী লাশটি দেখে থানায় খবর দেয়।
মেহেদির বাবা আবদুল খালেক বলেন, 'আমার দুই ছেলে ও এক মেয়ের মধ্যে মেহেদি বড়। অভাবের সংসার হওয়ায় ছেলে গোয়ালদহ স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ার পাশাপাশি ভ্যান চালাত। গত সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মেহেদি ইঞ্জিনচালিত ভ্যানটি নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর আর সে ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে ওই দিনই মনিরামপুর থানায় জিডি করি। আজ সকালে ছেলের ছবি নিয়ে বেরিয়েছি পত্রিকায় ছাপাব বলে। পথেই অপরিচিত একটি নম্বর থেকে ফোনে জানায় চালকিডাঙ্গায় একটি বাচ্চার লাশ পাওয়া গেছে।'
মণিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, লাশের দেহে পচন ধরে গেছে। সোমবারই ছেলেটিকে শ্বাসরোধ করে হত্যার পর দুর্বৃত্তরা তার ভ্যানটি ছিনিয়ে নিয়ে গেছে বলে ধারণা করছেন তিনি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাহেরুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় হত্যা মামলা করা হচ্ছে। লাশের সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে, শিশুটির গলায় গামছা বাঁধা ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে।