নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/09/24/photo-1443090259.jpg)
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বিদ্যুতের তারে জড়িয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সিধলী ইউনিয়নের বেনুয়া চানকোনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে ওই গ্রামের হযরত আলীর ছেলে আরমান (৬) ও আব্বাস আলীর ছেলে আরিফ (১২)।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশীর আহম্মেদ এনটিভি অনলাইনকে জানান, বেনুয়া চানকোনা গ্রামে পল্লী বিদ্যুতের একটি খুঁটি হেলে তার নিচু হয়ে ছিল। শিশু দুটি খেলতে খেলতে সেই তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায়।